Esho Amar Shohore (এসো আমার শহরে) Lyrics | Meghdol | BD Lyricist
Songs Credit:
Band: Meghdol(মেঘদল)
Song: Esho Amar Shohore(এসো আমার শহরে) Album: Aluminium Er Dana(অ্যালুমিনিয়ামের ডানা)
Lyric & Composition : Shibu Kumer Shill
Song: Esho Amar Shohore(এসো আমার শহরে) Album: Aluminium Er Dana(অ্যালুমিনিয়ামের ডানা)
Lyric & Composition : Shibu Kumer Shill
Esho Amar Shohore Bangla Lyrics:
এই ধুলো ধুলো শহর
তোমার।
আমার।
আসতে পার।
চলে যেতে পার।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পার।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুণ নেক্রপলিসে।
আগুনের দিন গুণছে সকাল
বাস স্টপে একা আলোর পথিক
রাত ঝমঝম দিনের অসুখ
পুড়ছে শহর।
যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান
এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।
জানি কোনোদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনো দিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক।
প্রতিশোধ গুলো জমা পড়ে থাক
শূন্য ডানায় গভীর বিষাদ
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর।
এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।
তোমার।
আমার।
আসতে পার।
চলে যেতে পার।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পার।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুণ নেক্রপলিসে।
আগুনের দিন গুণছে সকাল
বাস স্টপে একা আলোর পথিক
রাত ঝমঝম দিনের অসুখ
পুড়ছে শহর।
যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান
এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।
জানি কোনোদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনো দিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক।
প্রতিশোধ গুলো জমা পড়ে থাক
শূন্য ডানায় গভীর বিষাদ
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর।
এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।
More Songs: