Manush O Mukhosh ( মানুষ ও মুখোশ ) Lyrics | Joler Gaan | Noyon Joler Gaan | নয়ন জলের গান
মানুষ ও মুখোশ লিরিক্সঃ
- Title: Manush O Mukhosh
- Lyrics & Tune : ABS Xem
- Composition: Rahul Ananda
- Audio Production: Dewan Anamul Hasan Raju
মানুষ ভাবিতে কি দোষ, তুই আর কতকাল বেহুশ
আর কতকাল বেহুশ থাকবি, মানুষ বেহুশ থাকবি
মানুষ বেহুশ থাকবি…
সোনার দেশে হাজার শকুন, হাজার শকুন দিচ্ছে গা ঝাড়া
তুই একবার শুধু শক্তি; শক্তি দিয়ে সাহস করে দাঁড়া।
সাহস করে দাঁড়া..
মানুষ বলিতে কি দোষ, তুই আর কতকাল মুখোশ
আর কতকাল আড়ালে থাকবি, মানুষ আড়ালে থাকবি
মানুষ আড়ালে থাকবি…
সোনার দেশে অসংখ্য কীট, অসংখ্য কীট খাচ্ছে যে মাথা;
তুই একবার শুধু শক্তি; শক্তি দিয়ে সাহস করে দাঁড়া!
সাহস করে দাঁড়া…
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া !
ভেঙে যায় স্বপ্ন আমার, মিছে হয় অতীত
পেছনের পথ ঘুণপোকা খায়, আমরা শুধুই পথিক
মুখোশে বীর বীরের মুখোশ, মুখোশে বীর বেহুশ
বেহুশ শরীর ঘুণপোকা খায়, আকাশে রঙিন ফানুস।
স্বপ্ন দেখিতে কি দোষ, তুই আর কতকাল ফানুস!
আর কতকাল আকাশে উড়বি; মানুষ আকাশে উড়বি
মানুষ আকাশে উড়বি…
সোনার দেশে অসংখ্য কীট, অসংখ্য কীট খাচ্ছে যে মাথা,
তুই একবার শুধু শক্তি, শক্তি দিয়ে সাহস করে দাঁড়া!
সাহস করে দাঁড়া…
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া!
সাহস করে দাঁড়া…
মানুষ তুই ভাঙবি ,তুই আকাশে উড়বি
তুই জলে ভাসবে, তোর কাছে পৃথিবী থাকবে নিরাপদ, তোর কাছে সমস্ত প্রাণিকুল থাকবে নিরাপদ
তুই মুখোশের আড়ালে নয়, মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি
তুই মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি
মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি...