Dhakanama ( ঢাকানামা ) Lyrics | Joler Gaan | Bangla Song Lyrics | BD Lyricist
Song Credit:
- Song: ঢাকানামা (DhakaNama)
- Band: জলের গান (Joler Gaan)
- Lyrics: রাহুল আনন্দ (Rahul Anand)
- Tune: রাহুল আনন্দ (Rahul Anand)
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে রাজধানী ঢাকার প্রতি জলের গানের ভালোবাসা "ঢাকানামা"।
Dhakanama Song Lyrics in Bangla:
অচেনা রাস্তায় - তিনচাকা রিক্সায়
বিপরীতমুখী চেনা মুখ-
ইট কাঠ পাথরে - উঁকি মারে অন্দরে
"ভালোবাসা" নামের অসুখ ।।
লাখো মানুষের ভীড়ে...
বুড়িগঙ্গার তীরে...
খুনসুটি আহ্লাদ-আড্ডায় ফুটপাত,
মশারীর সংসারে-কত শত কাটে রাত -
বিস্ময়ে ভরা চার চোখ !!
দেয়ালে দেয়ালে...
আজব খেয়ালে...
স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবী উড়ে,
পোষ্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে -
ময়ুরী আর মারজুক ।।
আবোলতাবোল...
হযবরল বোল...
এলোমেলো গলি - নকশা আঁকা,
পুরোটাই খোলা - নাম তবু ঢাকা -
(আমরা)পাগলা হাওয়ায় ভাসাই
পালক বুক...
(আমরা) রোজ রোজ-ই খুঁজি -
আপন প্রিয়মুখ ।।
ঢাকাই শাড়ি রেশমী হাওয়ায় উড়ে...
"ঢাকা" খোলা থাকে - বাহিরে-অন্দরে...
(আমরা)ঢাকাই হাওয়ায় ভাসাই
ঘুড্ডি বুক...
(আমরা)আয়নায় খুঁজি -
আপন আগুনমুখ ।।
আরো জলের গানঃ
- Roshik Je Jon (রসিক যে জন) Lyrics | Joler Gaan | nOyOn jOler gaan | নয়ন জলের গান
- Chondoni [চন্দনী] Lyrics | Joler Gaan | Noyon Joler Gaan | নয়ন জলের গান