Bullet Kingba Kobita (বুলেট কিংবা কবিতা) Lyrics | Shironamhin | BD Lyricist


Song Credit:

  • শিরোনামঃ বুলেট কিংবা কবিতা
  • কন্ঠঃ তুহীন
  • কথা ও সুরঃ জিয়া
  • ব্যান্ডঃ শিরোনামহীন
  • অ্যালবামঃ বন্ধ জানালা (২০০৯)


Bullet Kingba Kobita Bangla Lyrics:

নিয়ন আলোর রাজপথে, টি.এস.সির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশ্বেষ
কবি আর কবিতা রাজপথ ছুয়ে যায়
কতশত কবি এমনই এক টি.এস.সির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্নমালার মিছিল,
ক্লান্ত করুন চোখে।।

স্লোগান স্লোগান আর মিছিলের নগরে, টি.এস.সির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার
খুন হওয়া আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্নমালা যদি আলোর মিছিল হয়ে যায়
টি.এস.সির মোড় রাতের রাজপথ বুলেট কিংবা কবিতআয়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়।।

মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা
রাতের রাজপথ
পল্টন ময়দান, টি.এস.সির মোড়,
জনসমাবেশ আর বিশাল আবরোধ
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়।।


More Shironamhin:

More Bondho Janala:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url