E Mon Eka (এ মন একা) Lyrics | Tonic | Bangla Movie Songs Lyrics | BD Lyricist
Song Credit:
- গানঃ এ মন একা
 - সুরঃ জিৎ গাঙ্গুলি
 - কথাঃ শ্রীজাতো
 - কন্ঠঃ নচিকেতা চক্রবর্তী
 - সিনেমাঃ টনিক
 
E Mon Eka Bangla Lyrics:
এ মন একা এ রাত একা
একা তো ঘুম আসে না
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা
এ মন একা এ রাত একা
একা তো ঘুম আসে না
ফিরে আয় তোকে ছুঁয়ে আবার
রাত জেগে গাই ঘুমপাড়ানি
দূরে যাস যতই আমার থেকে
কাছেই কোথাও আছিস জানি
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা
এ মন একা এ রাত একা
একা তো ঘুম আসে না
দুহাতের মুঠো শুধু এখন
এই শূন্যতার গল্প বলে
যে পাখির ডানা ভেঙ্গে গেছে
ভেজাই তাকে চোখের জলে
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা
এ মন একা এ রাত একা
একা তো ঘুম আসে না…
More Song From Tonic: