GhorGari (ঘোরগাড়ী) Lyrics | Highway | BD Lyricist
Song Credit:
- গানঃ ঘোরগাড়ী
- কথা এবং কন্ঠঃ হাসান ইথার
- সঙ্গীত রচনাঃ ইসমাম
- অ্যালবামঃ ট্রেন পোকা
- ব্যান্ডঃ হাইওয়ে
GhorGari Bangla Lyrics:
চাঁদনী রাইতে, নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী,
আমার চোখে চলে ঘোরগাড়ী
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে,
ছবির মত ডাকে আমারে।
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই,
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই।
আসার কালে, ছিলাম ঘুমে
কিবা আলো-আঁধার,
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার।
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়,
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিল ছবির মেলায়।
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখা যায় ছবি,
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি।
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই,
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে,
ছবির মত ডাকে আমারে।
More Songs by Highway:
This comment has been removed by a blog administrator.