Ke Bole Manush More (কে বলে মানুষ মরে) Lyrics | Satyaki Banerjee | BD Lyricist

Song Credit:

  • গানঃ কে বলে মানুষ মরে
  • কথাঃ শাহ সুফি মুহাম্মদ মুনসুর আলী
  • সুরঃ কুথি মনসুর 
  • কন্ঠঃ সত্যকি ব্যানার্জি 

Ke Bole Manush More Bangla Lyrics:

ওরে এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার?

আমি বুঝলাম না ব্যাপার,

কে বলে মানুষ মরে? 

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?


ও যেমন পরম থাকে নিরাকারে

খেলছেন খেলা নিরেতে,

আর জীবাত্মা জীবিত থাকে

পরমাত্মার জোরেতে,

পরমাত্মার জোরেতে। 

এই আদি সত্য পরম যিনি

জীব দেহ চালাচ্ছেন তিনি,

এই আদি সত্য পরম যিনি

এই জীব দেহ চালাচ্ছেন তিনি,

ওরে জন্ম মৃত্যু নাম ধরিয়া 

চালাইছে কোন কারোবার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?


আর পঞ্চ আত্মা পঞ্চ রহু 

বলো হিসেবেতে পাওয়া যায়,

একের হতে দুয়ের জন্ম 

পরমাত্মার মরণ নাই,

পরমাত্মার মরণ নাই। 

এই পরমাত্মার কর্ম লইয়া

জীবাত্মা যায় বিলান হইয়া,

পরমাত্মার কর্ম লইয়া

এই জীবাত্মা যায় বিলান হইয়া। 

এমন সুন্দর,

এমন সুন্দর দেহখানি 

হয়ে যায় বেকার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার। 


যেমন সাগর হতে আসে পানি

এই নদীতে ভেসে বেড়ায় 

আর যেথা হতে আসে পানি

সেথায় আবার ফিরা যায়

সেথায় আবার ফিরা যায়। 

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

তেমনি মানুষ ঘোরে ফেরে 

মনসুর কয় বার বার

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?


এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার?

খ্যাপা রে...

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

More Folk Song:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url