Pitha Puli’r Gaan (পিঠা পুলির গান) Lyrics | Joler Gaan | Noyon Joler Gaan
পিঠা পুলির গান লিরিক্সঃ
- Title: Pitha Puli’r Gaan
- Lyrics: Kamal Khan & Mallik Yishorja
- Tune: Mallik Yishorja
- Composition: Rahul Ananda
- Audio Production: Dewan Anamul Hasan Raju
চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,
বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে!
আহারে আহারে! আহারে আমার!
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
ভাপা পিঠার বাঁকা ধোয়া, তেলে গরম তেল পোয়া;
দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া!
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
গ্রামের পথের কাঁচা মাটি ভিজা আছে তাই,
মাঘের ছাওয়াল আইলে পায়ে লাইগা থাকা চাই!
আরে পুকুর জলে তলে তলে রান্ধন হইল সারা;
জলের ধোঁয়া দেইখা সারস মাতায় দিছে পাড়া।
দেখো বাইন্ধা ঘন চুল;
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল রে দেখো,
বাইন্ধা ঘন চুল; শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল!
More Joler Gaan: