Chiltey Roud (চিলতে রোদ) Lyrics | Coke Studio Bangla | Arnob X Ripon (Boga) | BD Lyricist


ChilteyRoud is an ode to the loved ones. No matter where or who we are, the deep blue sky speaks to us just the same. The same sky that bestows shade over the arable soils of the village, also brings relief over the busy streets of a metro-city. The language of love and yearning for the loved ones is universal.

This is where the urban lyrical picturization of “Chiltey Rodey” by Arnob entwines with the famous rural tunes of Bhawaiya song “O Ki Ekbar Ashiya” by Abbasuddin Ahmed to express the same deep emotion and hunger in our hearts to be close and in the presence of love. The soulful voices of Arnob and Ripon (Boga) pay tribute to the Real Magic of reminiscing which binds us all in a single thread of togetherness.


Songs Credit:

  • গানঃ চিলতে রোদ
  • কথাঃ চিলতে রোদ (সরণ দত্ত) এবং ও কি একবার আসিয়া (আব্বাসউদ্দীন আহমদ) 
  • সুরঃ চিলতে রোদ (সায়ান চৌধুরী অর্ণব) এবং ও কি একবার আসিয়া (আব্দুল করিম)
  • সঙ্গীত আয়োজনঃ সায়ান চৌধুরী অর্ণব 
  • ব্যানারঃ কোক স্টুডিও বাংলা (সিজন - ১) 


Chiltey Roud Bangla Lyrics:

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি

রোজ সকালে পড়ছে মনে

রোজ সকালে পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি?

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাসে শহরতলি


বালিশ চাদর, এপাশ ওপাশ

একটুখানি গড়িয়ে নেওয়া,

বালিশ চাদর, এপাশ ওপাশ

একটুখানি গড়িয়ে নেওয়া,

আলতো ঘুমেই দুঃখটাকে 

আলতো ঘুমেই দুঃখটাকে 

খানিক সুখের প্রলেপ দেওয়া।


ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু

ডারা না হন পার

ওরে থাউক মন তোর দিবার থুবার 

দেখাই পাওয়া ভার রে..

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

রেতের বেলা একলা এখন 

জিরোচ্ছে সব শহরতলি

রেতের বেলা একলা এখন

জিরোচ্ছে সব শহরতলি

চোখ দু’টো খুব পড়ছে মনে

চোখ দু’টো খুব পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি?

চিলতে রোদে পাখনা ডোবায়


কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস

কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস

ওরে ডাহুকি কান্দনে ও মুই 

ছাড়মু ভাইয়ার দ্যাশ রে..

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

ও কি একবার আসিয়া

সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে


More Lyrics:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url