Bulbuli (বুলবুলি) Lyrics | Coke Studio Bangla | Ritu Raj X Nandita | Bd Lyricist


Bulbuli is a Bengali Ghazal, written by the legendary Kazi Nazrul Islam, the National Poet of Bangladesh. The passionate poem is an expression of both the pain of separation and the beauty of love in spite of that pain. The renowned poet sets up a trope in garden where he writes about the relationship between a Bulbul, a songbird, and its beloved who is embodied as a flower. To counter the verses that speak to the Bulbul, Syed Gousul Alam Shaon wrote the lyrics of Dol Dol Dol Diyeche that speaks to the flower. The song sparks the Real Magic of love and romance. 

 

Songs Credit:

  • গানঃ বুলবুলি (Bulbuli)
  • কন্ঠঃ ঋতু রাজ এবং নন্দিতা
  • কথাঃ বাগিচায় বুলবুলি- কাজী নজরুল ইসলাম এবং দোল দোল দোল দিয়েছে- সৈয়দ গাউসুল আলম শাওন 
  • সঙ্গীত আয়োজনঃ শুভেন্দু দাস শুভ
  • ব্যানারঃ কোক স্টুডিও বাংলা (সিজন- ১)


Bulbuli Bangla Lyrics:

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।


আজো হায়

রিক্ত শাখায়

উত্তরী বায়

ঝুরছে নিশিদিন,

আজো হায়

রিক্ত শাখায়

উত্তরী বায়

ঝুরছে নিশিদিন, 

আসেনি,

দখিন' হাওয়া গজল গাওয়া,

মৌমাছি বিভোল।

আসেনি,

দখিন' হাওয়া গজল গাওয়া,

মৌমাছি বিভোল।

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।


কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি' আসবে বাহিরে?

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি' আসবে বাহিরে?

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে,

রে ঘুম রাঙবে, রে কপোল।

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে,

রে ঘুম রাঙবে, রে কপোল।

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।


দোল দোল দোল দিয়েছি,

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়,

ওঠ লো এবার সই।

দোল দোল দোল দিয়েছি,

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়,

ওঠ লো এবার সই।

ভাঙাবোই ঘুম তোর,

আশাতে নেশাতে না জেগে জেগে রই,

দখিনা এলো ওই,

ওলি'রা, পাখি'রা তোমারই প্রেমেতে রই।

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ঐ,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়,

মনের মানুষ কই?!

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ঐ,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়,

মনের মানুষ কই?!


More Lyrics:




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url