Bagichay Bulbuli Tui (বাগিচায় বুলবুলি তুই) Lyrics | Nazmul Songeet | Bd Lyricist
বাগিচায় বুলবুলি তুই বাংলা লিরিকঃ
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা'র ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন' হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
Bulbuli (বুলবুলি) Lyrics | Coke Studio Bangla | Ritu Raj X Nandita
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,
গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে।।
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে।।
কবি তুই গন্ধে ভু'লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
More Nazmul Songit: