Bulbuli Nirob Nargis Bone (বুলবুলি নিরব নার্গিস বনে) Lyrics | Nazrul Songeet | Bd Lyricist
কাজী নজরুল ইসলাম
জন্ম ২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আরো>>
বুলবুলি নিরব নার্গিস বনে বাংলা লিরিকঃ
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে, (2x)
বুলবুলি নীরব, নার্গিস বনে!!
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে
যেন তান প্রিয়ার সমাধীর পাশে
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধীর পাশে
তরুন ইরান কবি কাঁদে নিরজনে
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে
বুলবুলি নীরব, নার্গিস বনে!!
উদাসীন আকাশ ঠির হয়ে আছে
জলভরা মেঘ লয়ে বুকের মাঝে
সাকির শরাবেরও পেয়ালার পরে
সকরুন অশ্রুর বেলফুল ঝরে
সাকির শরাবেরও পেয়ালার পরে
সকরুন অশ্রুর বেলফুল ঝরে
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন অনলে
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে!!
বুলবুলি নীরব, নার্গিস বনে
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে(2x)
বুলবুলি নীরব নার্গিস বনে!!
Watch Video: