Shob Lokey Koy (সব লোকে কয়) Lyrics | Coke Studio Bangla | Kaniz Khandaker Mitu X Murshidabadi | BD Lyricist

#ShobLokeyKoy is dedicated to the eternal love for human beings. Looking back at the human history one cannot help but wonder, that we as a species, have always been a part of a single consciousness. Where in one part of the world Shakespearean folks say Fee-fi-fo-fum, in the other part of the world the Bengalis say Hau-mau-kau to que in a ghostly presence. Our expressions might be different, but our emotions are just the same no matter where we come from or who we are. 

The same can be said about the mystic poets Fakir Lalon Shai and Kabir Das who had never crossed paths. Neither did they preside in the same era. Yet, like a divine connection, they shared the same space in philosophy and in ideology. They believed in harmony and co-existence of Men. When we listen to “Shob Lokey Koy” and “Kabira Kaun Ek Hai” together, it becomes evident that we are all connected in a single consciousness of humanity. It is in our DNA to co-exist and love each other as human beings, to be compassionate and live in harmony.


Songs Credit:

  • গানঃ সব লোকে কয় 
  • কথা ও সুরঃ ফকির লালন সাঁই (সব লোকে কয়) এবং কবির দাস (কবিরা কুয়া এক হে)
  • সঙ্গীত আয়োজনঃ সায়ান চৌধুরী অর্ণব 
  • ব্যানারঃ কোক স্টুডিও বাংলা (সিজন - ১)


Shob Lokey Koy Bangla Lyrics:

কেউ মালা,

কেউ তসবিহ্ গলে

তাই তে কি জাত ভিন্ন বলে?

কেউ মালা,

কেউ তসবিহ্ গলে

তাই তে কি জাত ভিন্ন বলে?

যাওয়া কিংবা আসার বেলায়...

যাওয়া কিংবা আসার বেলায়...

জাতের চিহ্ন রয় কারে

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

লালন বলে, জাতের কী রূপ...

লালন বলে, জাতের কী রূপ...

...দেখলাম না এই নজরে

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?



Kabira

কবির কয়,

Kabira kuan ek hai,

কুয়া তো একটাই 

Kabira kuan ek hai,

কুয়া তো একটাই 

pani bhare anek

পানি যতই ভরুক সবাই

Bhaande hee mein bhed hai,

ভাগাভাগি সব কলশিতে

Bhaande hee mein bhed hai,

ভাগাভাগি সব কলশিতে

pani sab mein ek

নাই ভেদাভেদ পানিতে

pani sab mein ek

নাই ভেদাভেদ পানিতে



জগৎ জুড়ে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

জগৎ জুড়ে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

লালন বলে, জাতের ফাতা...

লালন বলে...

লালন বলে...

লালন বলে, জাতের ফাতা

বিকিয়েছি সাধবাজারে

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

লালন বলে, জাতের কী রূপ...

লালন বলে, জাতের কী রূপ...

...দেখলাম না এই নজরে

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?

সব লোকে কয়

লালন কী জাত সংসারে?


More Lyrics:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url