Jeno Tomari Kache (যেন তোমারি কাছে) Lyrics | Shudhu Tomari Jonyo | BD Lyricist
Jeno Tomari Kache featuring Mimi, Dev, Soham, and Srabanti, is a romantic song from Birsa Dasgupta's "Shudhu Tomari Jonyo". This Arindom Chatterjee composition, sung by Ash King and Somlata Acharyya Chowdhury, has been penned by Prasen.
Songs Credit:
- গানঃ যেন তোমারি কাছে
- কন্ঠঃ অ্যাস কিং ও সোমলতা আচার্য চক্রবর্তী
- কথাঃ প্রসুন
- সংগীতঃ অরিন্দম চ্যাটার্জি
JENO TOMARI KACHE Lyrics Bangla
পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো, মনের কুলকিনারে নাহয় বেড়াতে
ও পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো, মনের কুলকিনারে নাহয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার, জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
আজ নাহয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদাগ-নিঝুম
মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বারবার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার, জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে