Deora (দেওরা) Lyrics | Coke Studio Bangla | Pritom Hasan X Palakar X Ghaashphoring Choir X Fazlu Majhi | BD Lyricist
#Deora is a song sung by boatsmen for rhythm and energy during Nouka Baich - a traditional boat race, popular in the northern parts of Bangladesh and held during the Monsoon and Autumn seasons. The banks of Bangladesh explode with festivities in this time and Deora celebrates those ‘Mela’ across ‘The Land of the Rivers’.
The mix of folk genres like ’Shaari Gaan’, usually associated with physical labor, and ‘Jaag Gaan’ known for its motivational lyrics - the perfect combination for a sport that requires the participants to have quick bursts of intense energy for rowing their boat across the finishing line. Reflecting the vitality of the lyrics written by a boat racer Fazlu Majhi himself.
Pritom pays his ode to these colorful genres in his opening lines for the song. He is joined by the Ghaashphoring Choir, collaborating to create a fresh new sound for the young listeners of the music crazy nation.
The cherry on top is the immaculate performance by Islam Uddin Palakar. A pioneer in the genre of ‘Pala Gaan’ a folk performance that is inherited. The rich heritage of this genre usually requires elaborative theatrical performances where the actor takes in multiple roles – sometimes a man, sometimes a woman, and sometimes an inanimate object – to present stories to their audience. These performances can take up to 8 hours without a break. Deora tries to cement the different genres that make up the #RealMagic sound of Bangladesh with a new sound.
Songs Credit:
- গানঃ দেওরা
- কন্ঠঃ প্রিতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি
- কথাঃ প্রিতম হাসান ও ফজলু মাঝি
- সংগীত আয়োজনঃ প্রিতম হাসান
- ব্যানারঃ কোক স্টুডিও বাংলা (সিজন - ২)
Deora Bangla Lyrics:
এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
তাতে ...
হাতে লাগে রে
হাতে...
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
হায়রে, আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া
হায় হায়, বসতে দেবো পিড়া
আরে, জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল
আরে, আইজকা মোরা বাইচাল পারছি মনেরই মতন
হায় হায়, মনেরই মতন
দেখো, বাইচ খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে!
হায়রে, আগা লায়ে বৈঠার সাথে মারবে তোমরা টান
আর, ঝড়-তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে,
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে!
এতো সুরে রঙিন,
সোনার তরী... কোথায় গেলে পাবে?
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে!
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে।
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে!
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে।
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে!
More Coke Studio Bangla: