Dokhino Hawa (দখিন হাওয়া) Lyrics | Coke Studio Bangla | Tahsan X Madhubanti | BD Lyricist
#DokhinoHawa captures the magical pulse of first love. The whimsical arbitrariness that surrounds the rush of emotions felt at the beginning of any romantic relationship. The highs and lows of affection comes with varying degrees of love where the slightest lack of attention can create a change of mood, and like the flow of a breeze change directions from time to time.
The timeless creation by S.D. Burman who shot Bhatiyali songs of Bengal into mainstream cinemas and films is combined with new lyrics in “Utture Hawa” written by Gousul Alam Shaon to showcase the roller coaster of emotions that is felt at the dawn of love.
Songs Credit:
- গানঃ দখিন হাওয়া
- কন্ঠঃ তাহসান ও মধুবানতি
- কথাঃ শোন গো (মীরা দেব বর্মন) এবং উত্তরে হাওয়া (সৈয়দ গাউসুল আলম শাওন)
- সংগীত আয়োজনঃ সায়ান চৌধুরী অর্ণব
- ব্যনারঃ কোক স্টুডিও বাংলা (সিজন - ১)
Dokhino Hawa Bangla Lyrics:
শোনো গো দখিন হাওয়া,
প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি..
শোনো গো দখিন হাওয়া,
প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি..
শোনো গো
শোনো গো দখিন হাওয়া,
প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি..
শোনো গো
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে, বাড়ালো পিয়াসা
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে, বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে, আমারই ভালোবাসা..
অনুরাগে প্রেম সলিলে, ডুব দিয়েছি আমি..
শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি..
শোনো গো দখিন হাওয়া,
প্রেম করেছি আমি..
যদি উত্তুরে হাওয়া বয়ে যায়
জেনো আমি নেই।
জেনো আমি নেই।
শোনো ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই?
জেনো আমি নেই,
কেন আমি নেই,
জেনো আমি নেই,
কেন আমি নেই,
যদি অবেলায় ঘুঘু ডেকে যায়
জেনো আমি নেই।
দহনবেলাতে আমি প্রেমেরও তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরও শশী..
দহনবেলাতে আমি প্রেমেরো তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরও শশী..
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী..
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী..
শোনো গো মদির হাওয়া,
প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি..
যদি উত্তুরে হাওয়া বয়ে যায়
জেনো আমি নেই।
শোনো ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই?
লেগেছে চোখেতে নেশা,
দিক ভুলেছি আমি..
আমি নেই,
আমি নেই,
More Songs: